১৫ সেপ্টেম্বর, ২০২৪
৩১ ভাদ্র, ১৪৩১
Mirror Times BD

রংপুর বিভাগে কোন জেলায় আজকের তাপমাত্রা কত?

স্টাফ রিপোর্টার : তীব্র শীত বইছে উত্তরবঙ্গে। রংপুর বিভাগের সাত জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে বিরাজ করছে। শীত ও ঘন কুয়াশায় সঙ্গে হিমবাহ নাকাল করে তুলেছে জনজীবন।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে ৮.২, লালমনিরহাটে ৯.৬, গাইবান্ধায় ১০.৮, নীলফামারীতে ৮.৮,  কুড়িগ্রামে ৮.৪, পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ১০.৬, রংপুরে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইতমধ্যে দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রংপুর বিভাগের প্রধান আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, রংপুর বিভাগের সবকটি জেলায় আগামী ২৭/২৮ জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া থাকবে। জেলাগুলোর বর্তমান তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না।
এদিকে, আলু, তামাক, ধানের বীজতলাসহ প্রাণী খামারগুলোতেও শীত ও কুয়াশার প্রভাব পড়ছে। শীত ও কুয়াশায় নাকাল হয়ে উঠেছে জনজীবন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
সেপ্টে ১৫, ২০২৪
temperature icon 25°C
overcast clouds
Humidity 85 %
Pressure 1001 mb
Wind 14 mph
Wind Gust Wind Gust: 32 mph
Clouds Clouds: 100%
Visibility Visibility: 0 km
Sunrise Sunrise: 05:51
Sunset Sunset: 18:10

⠀আরও দেখুন

Scroll to Top