রংপুর প্রতিনিধি : রংপুরে ঘাঘট নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে নদীর ভুরারঘাট অংশে এ ঘটনা ঘটে।
তারা হলো, আজমাইন (১১) ও জিম (৭)। আজমাইন ওই এলাকার আনিসুল ইসলামের মেয়ে ও জিম রতন মিয়ার ছেলে। সম্পর্কে চাচাতো ভাই-বোন।
আজমাইন স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এবং জিম ওই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলের টিম লিডার আতাউর রহমান জানান, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।