২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

মোবাইল গেমস খেলতে বাধা, নামাজরত বাবাকে হত্যা করল ছেলে

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় মোবাইল গেমস খেলতে বাধা দেওয়ায় নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার কিশোর পুত্র মোহাম্মদ রিফাতের বিরুদ্ধে। নিহতের নাম একেএম রিন্টু (৫২)। শনিবার রাত ৮টার দিকে শহরের পলাশপাড়ায় নিজ বাড়িতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। পুলিশ ১৭ বছর বয়সী পুত্রকে হেফাজতে নিয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ছেলের হাতে বাবা খুন এমন খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যার পর রিফাত মোবাইলফোনে ভিডিও গেমস খেলছিল। পিতা রিন্টু ছেলের কাছ থেকে মোবাইলফোনটি কেড়ে নেন। এর কিছুক্ষণ পর তিনি এশার নামাজ পড়ছিলেন।

এ সময় পেছন থেকে ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে রিফাত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় চুয়াডাঙ্গা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, রিফাতের মোবাইল গেমস আসক্তি ছিল এবং সে প্রায়ই পরিবারের সঙ্গে এ নিয়ে ঝগড়া করত।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২০, ২০২৫
temperature icon 26°C
scattered clouds
Humidity 67 %
Pressure 1006 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 7 mph
Clouds Clouds: 40%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:38
Sunset Sunset: 18:30

⠀আরও দেখুন

Scroll to Top