১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

রংপুরে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

রংপুর প্রতিনিধি : প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে তার কবরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

বেলা ১১টায় ড. ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মজিবের নেতৃত্বে শিক্ষক কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাদায়েত হোসেন বকুল ও যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের নেতৃত্বে আওয়ামী লীগ, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, ছাত্রলীগ, যুবলীগ, মেরিন একাডেমি, স্বজনরাসহ সর্বস্তরের শত শত মানুষ। এরপর তারা দোয়া মাহফিলে অংশ নেন।

এ ছাড়াও মরহুম ড. ওয়াজেদ মিয়ার জন্মস্থান ফতেপুরের বাড়ি জয় সদনে দিনভর কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১১, ২০২৪
temperature icon 15°C
scattered clouds
Humidity 48 %
Pressure 1015 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 47%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:15

⠀আরও দেখুন

Scroll to Top