২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিক্ষার্থীরা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : মা শব্দটির মধ্যে আছে এক অদ্ভুত পরিতৃপ্তি, এক অনাবিল শান্তি। মায়ের কোল যে কত বিশাল একটি আশ্রয় তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ বোঝে না। মায়ের প্রতি সম্মান প্রদর্শন আরও উদ্বুদ্ধ করতে দিনাজপুরের খানসামা উপজেলায় মায়েদের পা ধুয়ে সম্মান প্রদর্শন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বিশ্ব মা দিবস উদযাপন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রবিবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস-২০২৪ উপলক্ষে এই মহৎ আয়োজন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।

আয়োজকরা বলেন, মায়েদের প্রতি সন্তানদের শ্রদ্ধা বাড়াতে এই ক্ষুদ্র প্রয়াস। কেননা মায়েরা সংসারের নানা কাজে ব্যস্ততার মধ্যেও অক্লান্ত পরিশ্রমে সন্তানদের গড়ে তোলেন। এই দিনটিতে তাদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, পরিবার, সমাজ তথা দেশ গঠনে মায়েদের ভূমিকা অনন্য। আধুনিক মায়েদের দ্বারা আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। স্মার্ট দেশ গঠনে মায়েদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হোক এই প্রত্যাশা করি। এর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই আয়োজন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 21°C
scattered clouds
Humidity 73 %
Pressure 1015 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 35%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top