৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ভোট বর্জনই বিএনপি’র আন্দোলন : এ্যানি

লক্ষ্মীপুর : কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভোট বর্জনই হচ্ছে বিএনপি’র আন্দোলন, একটা প্রহসনের নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এখন সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন (উপজেলা ও ইউনিয়ন) অনুষ্ঠিত হচ্ছে। এতে জনগণের কোনো উপস্থিতি নেই, জনগণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এখন পর্যন্ত বিএনপির কোনো দায়িত্বশীল নেতাকর্মী ভোটে অংশ নেয়নি। আমরা নির্বাচন বর্জন করেছি, জনগণ এ নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং করেনি।

শনিবার সকালে শহরের গোডাউন রোড এলাকায় পথচারীদের মাঝে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, আমরা জনগণকে বলতে চাই প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে এ দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে একটা কর্তৃত্ববাদী শাসন চালানো হচ্ছে। আমরা ভোটকে বর্জন করেছি, আমরা তার ফলাফল পেয়েছি, এটাই আমাদের আন্দোলন। এ আন্দোলনের মাধ্যমে আমরা সত্যিকারভাবে মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুনুর রশিদ, জেলা ছাত্রদল সভাপতি মো. ইব্রাহীম, সম্পাদক মামুনুর রশিদসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, বিএনপি’র লিফলেট বিতরণ করে মূল শহরে প্রবেশের সময় পুলিশ দলীয় নেতাকর্মীদের বাধা দেয়।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ৮, ২০২৫
temperature icon 20°C
clear sky
Humidity 27 %
Pressure 1013 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:45
Sunset Sunset: 17:53

⠀আরও দেখুন

Scroll to Top