১৫ সেপ্টেম্বর, ২০২৪
৩১ ভাদ্র, ১৪৩১
Mirror Times BD

ভারতের শুল্ক জটিলতায় পেঁয়াজ আমদানি করছেন না ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার : দীর্ঘ পাঁচ মাস পর পেঁয়াজ আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও, সে দেশের নতুন শুল্ক জটিলতায় পেঁয়াজ আমদানি করছেন না বাংলাদেশের আমদানিকারকরা। ব্যবসায়ীদের দাবি, ভারতের সকল শর্ত মেনে পেঁয়াজ আমদানি করলে, বাজারে বর্তমান দামের চেয়ে অনেক বেশি দাম পড়বে।এদিকে আমদানির খবরে পেঁয়াজের দাম ওঠা-নামা করায়, অনেকটা বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শনিবার সকালে দিনাজপুর শহরের রেল বাজার ঘুরে দেখা গেছে, ভালো মানের দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকায় বিক্রয় হচ্ছে। এছাড়াও প্রকার ভেদে ৪০ টাকাও বিক্রি হচ্ছে। কিন্তু এই পেঁয়াজ কয়েকদিন আগে ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হয়েছে।

পেঁয়াজ কিনতে আসা রমজান আলী বলেন, একমাস আগে প্রতিকেজি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। শুক্রবার বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি। আর আজ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি।

ষাটোর্ধ্ব ক্রেতা আমির আলী বলেন, ভারত থেকে পেঁয়াজ আসবে খবরে কাখনো পেঁয়াজ বিক্রেতারা পেঁয়াজের দাম কমিয়ে দিচ্ছেন। আবার যখন দেখছেন ভারত থেকে পেঁয়াজ আসছে না, তখন বাড়িয়ে দিচ্ছেন।

সব সমস্যা আমাদের। হিলি আমদানি-রপ্তানিকারক গ্রæপের সহ-সভাপতি শাহিনুর রেজা শাহিন বলেন, দীর্ঘদিন পর ভারত সরকার পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আমারা ব্যাংকে এলসি খুলে আমদানির জন্য ঋণপত্র খুলেছি। কিন্তু হঠাৎ করে শুনি ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ৪০ শতাংশ শুল্ক দিয়ে পেঁয়াজ আমদানি করলে ৭০ থেকে ৭৫ টাকা প্রতি কেজিতে খরচ পড়বে। এ কারণেই আমাদের আমদানিকারকরা আপাতত পেঁয়াজ আমদানি করছেন না।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
সেপ্টে ১৫, ২০২৪
temperature icon 25°C
overcast clouds
Humidity 90 %
Pressure 1000 mb
Wind 12 mph
Wind Gust Wind Gust: 26 mph
Clouds Clouds: 98%
Visibility Visibility: 0 km
Sunrise Sunrise: 05:51
Sunset Sunset: 18:10

⠀আরও দেখুন

Scroll to Top