স্টাফ রিপোর্টার : দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে গণেশ ঋষি নামে এক আদিবাসী বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মারধরে মারা যান অভিযুক্ত যুবক রিপন (৩০)।
শুক্রবার (১৭ মে) রাত ১০টার দিকে বিকাশ ঋষি নামে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে, বিকাল ৩টার দিকে জেলার সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের উত্তর জয়দেবপুর মুশোহরপাড়া এলাকায় গণেশ ঋষিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে বিকাশ ঋষি।
এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার পরসাধু ঋষির ছেলে সরেশ ঋষি ও হরেণ ঋষি। সরেশ বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, দুপুরে কাজ শেষে রাস্তার পাশের দোকানের বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন গণেশ ও সরেশ। ওই সময় মানসিক ভারসাম্যহীন বিকাশ ঋষি পেছন থেকে এসে সরেশকে ধারালো হাসুয়ার কোপ দেয়।
এ সময় গণেশ ও হরেণ ঋষি এগিয়ে আসলে তাদেরও কোপ দেন বিকাশ। পরে ঘটনাস্থলেই মারা যান গণেশ। এ ঘটনার পর স্থানীয়রা বিকাশকে আটক করে মারধর করে বেঁধে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিকাশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান বিকাশ ঋষি।
কোতয়ালি থানার ওসি ফরিদ হোসেন বলেন, বিকাশ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুরে তিনি উত্তেজিত হয়ে গণেশ, সরেশ ও হরেণকে কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান গণেশ। পরে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান বিকাশ ঋষি।