বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে পুকুরের পানিতে ডুবে সাদিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক শিশু অসুস্থ হয়ে পড়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার রবিপুর মোড়ে এ ঘটনা ঘটে।
শিশু সাদিয়া রবিপুর গ্রামের একরামুল হকের কন্যা।এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎধীন রয়েছে একই গ্রামের তোফাজ্জল হোসেনের কন্যা তানিয়া।
জানা যায়, সকালে বাড়ির পার্শ্বে খেলার সময় শিশু দুটি অসাবধানতাবসত পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের পুকুরে দেখতে পায়। পরবর্তীতে শিশু দুটিকে পুকুর থেকে উদ্ধার করলে ঘটনাস্থলে সাদিয়ার মৃত্যু হয়। তানিয়াকে আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। বর্তমানে তানিয়া সুস্থ আছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিরল উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা।