নাটোর : নাটোরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ৭ দিন পর সাইদুর রহমান বাবু (৪৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাইদুর সদর উপজেলার দরাপপুর গ্রামের মৃত মতিন মাস্টারের ছেলে। ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেন কাঙ্গালের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা পরিকল্পিতভাবে সাইদুরকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করছি।
এ বিষয়ে কথা বলতে জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেনের মোবাইল ফোনে কল করলেও রিসিভ করেননি তিনি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, মারধরের বিষয়টি সে সময় আমাদের কেউ জানায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার কথা। আমরাও অপেক্ষায় রয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে।