স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাসে দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা বায়তুল আমান জামে মসজিদের সম্প্রসারিত কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে এ কাজের উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুর রশিদ, দিনাজপুর ব্যাডমিন্টন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, মোঃ সাখাওয়াত হোসেন, হান্নান মাতব্বর, মোঃ আবুল কাশেম, খোকন, নিয়ামুতুল্লাহ, মাওলানা সফিকুল ইসলাম, মো: সুমন, সুজন ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মোঃ ফারুক সিদ্দিক।
সম্প্রসারিত কাজের উদ্বোধন শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান মসজিদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি মসজিদ উন্নয়ন প্রকল্পে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।