১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

দিনাজপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন কামাল হোসেন রাজ। বেসরকারি ফলে মোটরসাইকেল প্রতীকে ২২ হাজার ২৫১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবং  বিরামপুর উপজেলায় আলহ্বাজ পারভেজ কবীর ঘোড়া প্রতীকে ৪২ হাজার ৫শ’ ২৩ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে বে-সরকারীভাবে ঘোড়াঘাট উপজেলায় কাজী শুভ রহমান চৌধুরী আনারস প্রতীকে ২৮ হাজার ৬শ’ ৯৩ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা এই ফল ঘোষণা করেন।

জানা যায়, মোটরসাইকেল প্রতীকে কামাল হোসেন রাজ ২২ হাজার ২৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেলিফোন প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান হারুন উর রশিদ ১৯ হাজার ৩৭৮ ভোট পেয়েছেন। বিজয়ী প্রার্থী নিকট প্রতিদ্বন্দ্বীর থেকে দুই হাজার ৯৯৩ ভোট বেশি পেয়েছেন। এ ছাড়া আনারস প্রতীকে প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন দুই হাজার ২৪২ ভোট। মোট ভোট পড়েছে ৪৩ হাজার ৮৭১টি। ভোটের হার ৫৪ দশমিক ৫৯ শতাংশ।

হাকিমপুর উপজেলায় তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৩৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৩৪২ ও নারী ভোটার ৪০ হাজার ৪০ এবং হিজড়া ভোটার রয়েছেন দুই জন। ৩৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহিনুর রেজা শাহিন ও পারুল নাহার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

এদিকে দিনাজপুরের বিরামপুর উপজেলায় আলহ্বাজ পারভেজ কবীর ঘোড়া প্রতীকে ৪২ হাজার ৫শ’ ২৩ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›িদ্ব আলহŸাজ মতিউর রহমান আনারস প্রতীকে ভোট পান ৩২ হাজার ২শ’ ২১। এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৫১ হাজার। ভোট পড়েছে শতকরা ৬৪ শতাংশ।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কাজী শুভ রহমান চৌধুরী আনারস প্রতীকে ২৮ হাজার ৬শ’ ৯৩ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›িদ্ব সারওয়ার হোসেন মোটর সাইকেল প্রতীকে ভোট পান ৮ হাজার ৩শ’ ৮৪। এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৮২। ভোট পড়েছে শতকরা ৩৯ দশমিক ৪১ শতাংশ।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ১৫, ২০২৫
temperature icon 18°C
broken clouds
Humidity 45 %
Pressure 1018 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 82%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:53
Sunset Sunset: 17:35

⠀আরও দেখুন

Scroll to Top