নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বজ্রপাতে রানওয়ের ক্ষতি হয়েছে। এতে বিমান ওঠানামায় বিঘ্নিত হয়।
রবিবার (১৯ মে) রাতে এ বজ্রপাতের ঘটনা ঘটে। ফলে সোমবার (২০ মে) সকাল ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে সৈয়দপুরে নামতে পারেনি।
তবে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা ও নভো এয়ারের দুটি ফ্লাইট সৈয়দপুরে ওঠানামা করেছে। দুপুরের পর থেকে সব ফ্লাইটের ওঠানামা স্বাভাবিক হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, রবিবার রাতে বজ্রপাতে বিমানবন্দরের নিরাপত্তা বলয়ের কিছু অংশের ক্ষতি হয়। রাতের মধ্যেই তা মেরামত করেছে। এতে সকালে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নামতে পারেনি। দুপুরের পর থেকে ফ্লাইটের ওঠানামা স্বাভাবিক রয়েছে।