স্টাফ রিপোর্টার : তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলায় ভোটকেন্দ্রের বুথে পছন্দের প্রতীকে সিল দেওয়া ব্যালট ও ব্যালটের সঙ্গে সেলফি তুলে এবং ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন একাধিক প্রার্থীর সমর্থকরা। বুধবার সকালে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের সিল মারা ব্যালট পেপারের ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও, তা নিয়ে গেছেন অনেকেই। বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে ভিডিও, ছবি ও সেলফিও তুলেছেন। ভোট দেওয়ার পর একাধিক সমর্থক তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এসব ছবি ও ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, সেলফি, ভিডিও এবং ছবিগুলো বুথের ভেতরে তোলা। অনেকের হাতে ব্যালট আছে। এতে হেলিকপ্টার, আনারস, মোটরসাইকেল, ঘোড়াসহ বিভিন্ন প্রতীকে সিল দিতে দেখা গেছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, এসব ছবি তিনি দেখেছেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।