বরিশাল : বরিশালের বানারীপাড়ার ধারালিয়া গ্রামে বিবাহবহির্ভূত প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন এক গৃহবধূ। এ ঘটনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার মেয়ে জান্নাতুল (১৩), এমনটাই অভিযোগ উঠেছে।
নিহত জান্নাত উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে বেতাল গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী নাসিরউদ্দিন পাপনের মেয়ে। সে উপজেলার সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী ছিল।
জান্নাতুলের দাদি ফিরোজা বেগম জানিয়েছেন, ছেলে সৌদি থাকাবস্থায় জান্নাতের মা শান্তা তাদের সঙ্গেই থাকতেন। ওই ঘরে দুটি সন্তান রয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি জানার পর তাকে বারবার ওই পথ থেকে সরে আসার জন্য বলা হয়। কিন্তু কোনোভাবেই সে কথা শুনতো না। এ কারণে তাদের ঘর ছেড়ে ভাড়া বাসায় গিয়ে ওঠে।
সর্বশেষ সোমবার (১০ জুন) শান্তার (পুত্রবধূ) বাসায় বেড়াতে যান তিনি। বাড়িতে আসার সময় ছোট নাতিকে নিয়ে তার সঙ্গে নিয়ে আসেন। মঙ্গলবার (১১ জুন) সকালে খবর পান তার বড় নাতনি জান্নাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার মাকেও (শান্তা) পাওয়া যাচ্ছে না।
ফিরোজা বেগম আরও বলেন, ‘আমার নাতনি (জান্নাত) মেধাবী ছিল। সকালে ঘুম থেকে ওঠে মাকে না দেখে সে বুঝতে পারে তার মা প্রেমিকের সঙ্গে পালিয়েছে। লোকলজ্জায় জান্নাত বাথরুমে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ধারণা করছি। বেলা ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় বানারীপাড়া থানা পুলিশ।’
বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোমিনউদ্দিন জানিয়েছেন, নিহতের দাদি ও স্থানীয় কাছ থেকে জানতে পেরেছেন জান্নাতের মায়ের বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে তিনি তার প্রেমিকের সঙ্গে পালিয়েছেন। বিষয়টি সকালে জানতে পেরে লজ্জায় জান্নাত আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের দাদা-দাদি ও নানাকে খবর দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।