৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

প্রথম দেখায় প্রধানমন্ত্রীকে যা বলেছিলেন ব্যারিস্টার সুমন

মিরর ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এমপি নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দাঁড়ানো তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সে মুহূর্তে দুজনের মধ্যে কি কথা হয় তা জানতে বেশ আগ্রহী হয়ে ওঠে সুমনের ভক্ত-সমর্থক ও তার এলাকার ভোটাররা।

অবশেষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দেখায় কি কথা হলো তা জানালেন দেশজুড়ে আলোচিত এই সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ব্যারিস্টার সুমন বলেন, নেত্রী আপনাকে সালাম করার জন্য আমাকে দুই লাখ ভোট পেতে হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান।

সভায় বক্তব্যের শেষ পর্যায়ে ব্যারিস্টার সুমন বলেন, প্রথম দেখায় আমি নেত্রীর পা ধরে সালাম করেছি। এরপর নেত্রী আমাকে বলেছেন, কি খবর তোমার? তখন বুঝলাম তিনি আগে থেকেই আমাকে চেনেন।

সুমন বলেন, তখন আমি প্রধানমন্ত্রীকে বলি, নেত্রী আমাকে কেউ আপনার কাছে আসতে দেয় না। আপনাকে সালাম করার জন্য আমার দুই লাখ ভোট পেতে হয়েছে। তখন নেত্রী হাসিমুখে আমাকে দোয়া করে দেন।  এই দোয়া সামনের পথ পাড়ি দিতে সহযোগিতা করবে বলেও জানান ব্যারিস্টার সুমন।

মতবিনিময় সভায় মাধবপুর উপজেলার সর্বত্র বেশি করে ফলের গাছ লাগানোর পাশাপাশি মাদক প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন ব্যারিস্টার সুমন।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম ফয়সালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক মেয়র শাহ মো. মুসলিম প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এক লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। প্রতিমন্ত্রী মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ৬, ২০২৫
temperature icon 24°C
clear sky
Humidity 26 %
Pressure 1009 mb
Wind 10 mph
Wind Gust Wind Gust: 20 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:46
Sunset Sunset: 17:52

⠀আরও দেখুন

Scroll to Top