পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে চুরি হওয়া চারটি গরু উদ্ধার করেছে আনসার সদস্যরা। রবিবার রাত ৩ টার দিকে পিকআপে করে চোরাই গরুগুলো নিয়ে যাচ্ছিলো চোরেরা। পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়েকের সুন্দরীপাড়া রেলগেটে পৌঁছালে আনসার সদস্যরা পিকআপ ভ্যানটি আটক করে।
পরে আনসার সদস্য ইলিয়াস, মোজাহারুল, সাজ্জাত ও আলামিনের সন্দেহ হলে পিকআপ (ঢাকা মেট্রো-ড-১১৯৭৪০) আটকে তল্লাশি করে। পরে পিকআপে থাকা প্রায় ৩ লাখ টাকা মূল্যের চারটি গরু উদ্ধার করেন। সেগুলো পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার দিন রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দাড়ারপাড় এলাকার জনৈক কৃষকের বাড়ি থেকে চারটি গরু চুরি হয় বলে জানিয়েছে পুলিশ।
পার্বতীপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসান বলেন, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই সফলতা বলা যেতে পারে এই গরুগুলো উদ্ধার।