স্টাফ রিপোর্টার : খুব শিগগিরই দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটকে টেক্সটাইল কলেজ ও পরে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ‘পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর মিলে এটি একটি গুরুত্বপূর্ণ জোন বা কেন্দ্রবিন্দু। টেক্সটাইল কলেজ নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
বুধবার (২২ মে) বিকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। এ সময় তিনি বন্ধ হয়ে যাওয়া এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দিনাজপুর টেক্সটাইল মিল নিয়ে দ্রুত একটি সুখবর দেওয়া হবে বলেও ঘোষণা দেন।
বস্ত্র ও পাট মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, সরকার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যমূলক ব্যবহার আইন-২০১০’, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যমূলক ব্যবহার বিধিমালা, ২০১৩’ এবং ‘পাট আইন, ২০১৭’ প্রণয়ন করেছে। আইন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দিনাজপুর, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, শেরপুর জেলাসহ চাল উৎপাদন প্রবণ ১৮টি জেলার চালকলসমূহে পাটের বস্তার ব্যবহার নিশ্চিতকরণের জন্য বিশেষ কর্মসূচি চলমান রয়েছে। তিনি দিনাজপুরে চালকল মালিকদের চালে পাটের বস্তা বাধ্যমূলক ব্যবহার করার আহŸান জানান। বস্ত্র মন্ত্রী পরিবেশ রক্ষায় আইনটি বাস্তবায়নে কঠোর হবার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চান সোনালী আঁশের আভিজাত্য ফিরিয়ে আনতে। সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে পাটের হারানো ঐতিহ্য পুনঃরুদ্ধার এবং পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুশাসন প্রদান করেছেন। তিনি পাটের উৎপাদন ও বহুমুখী পাটপণ্যের ব্যবহার বৃদ্ধির করতে দিক নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন ও দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, সরকার ব্যবসায়ীদের প্রতিপক্ষ নয়, ব্যবসায়ীদের মাধ্যমে দেশ সমৃদ্ধ হোক,পরিবেশ রক্ষা সহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভুমিকা রাখবে। স্বল্পতম সময়ে দিনাজপুরের চালকলগুলো পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করার আহŸান জানান হুইপ ইকবালুর রহিম। তিনি বলেন সোনালী আশেঁর দেশ বাংলাদেশ বিদেশী উপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা আনতে হবে।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ জাকারিয়া জাকা, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেস হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক রেজাউল করিম রঞ্জু, ব্যবসায়ী, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, সাদেকুল ইসলাম, এ ছাড়াও বক্তব্য রাখেন জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, পাট চাষী, জুট মিল মালিক, পোল্ট্রি ফিড ব্যবসায়ী, অটোরাইস মিল ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।