বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : কালের বিবর্তনের আমাদের দেশে সোনালু গাছ তেমন দেখা যায় না। তবে এই গাছের হলুদ ফুল প্রকৃতিকে নতুন রূপে রাঙিয়ে তুলে এবং এই ফুলের অপরূপ সৌন্দর্য রাস্তার চলাচলের ক্লান্ত পথিকের সব ক্লান্তি ভুলিয়ে দেয়।
হলুদ ফুলের চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগ করতে, ছবি তুলতে সোনালু গাছের নিচে ভীড় জমাচ্ছে তরুণ-তরুণী থেকে নানান বয়সের মানুষ।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পথে ঘাটে, গ্রামে গঞ্জে, গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় সোনালু ফুল যার অপরূপ সৌন্দর্যে আলোকিত করছে চারপাশের পরিবেশ সেইসঙ্গে এর হালকা মিষ্টি সুবাস, প্রজাপতি, মৌমাছি ও পাখিদেরও কাছে ডেকে আনে।
সোনালু ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসা তরুণী সিনথিয়া ইসলাম বলেন, এই ফুলটি কম বেশি এখন আর চোখেই পড়ে না। আমি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম, হঠাৎ দেখতে পেলাম সোনালু ফুল খুব সুন্দরভাবে রং ছড়াচ্ছে। যা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। কারণ ছোটবেলায় এই ফুল দিয়ে অনেক মালা তৈরি করে সাজগোজ করেছি। এখন এই ফুল খুব কমে দেখতে পাওয়া যায়।
এ ব্যাপারে মোহনপুর ইউনিয়নের সমাজসেবক আমিনুল ইসলাম জানান, সোনালু ফুল দেখে অনেকের মনে প্রশান্তি চলে আসে। কালের বিবর্তনে এই গাছগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তাই বিলুপ্তি প্রায় এই গাছ নতুন করে লাগানো প্রয়োজন। এবং যে গাছগুলো এখনো টিকে আছে এই গাছগুলোর প্রতি আমাদের যত্ন নেওয়া উচিত, তা নাহলে নতুন প্রজন্মের কাছে এটা শুধু গল্পের মতো মনে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ গাছগুলো পরিবেশের জন্য উপকারী ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এর ফুল চমৎকার ও দৃষ্টিনন্দন হওয়ায় শোভা বর্ধনকারী হিসেবে সকলের নিকট জনপ্রিয় এবং এই গাছ থেকে ভালো মানের কাঠও পাওয়া যায়।