নরসিংদী : আখাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার নরসিংদীর আমিরগঞ্জ ব্রিজের কাছে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
তিতাস কমিউটার ট্রেনের নিয়মিত যাত্রীরা জানান, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি আখাউড়া থেকে ৫টা ১০ মিনিটে ছেড়ে নরসিংদীর আমিরগঞ্জ ব্রিজের কাছে আসলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা অভিমুখী চাকুরীজীবী তিতাস কমিউটার এর নিয়মিত যাত্রীসহ ট্রেনের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। পুরাতন ইঞ্জিন দিয়ে ঢাকা-নরসিংদী-আখাউড়া রেলপথে চলাচল করছে এই ট্রেনটি।
নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি আমিরগঞ্জ স্টেশন সংলগ্ন ব্রিজের নিকট এসে ইঞ্জিল বিকল হয়ে যায়। পরে খানা বাড়ি থেকে মালবাহী ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি নরসিংদী স্টেশন এনে রাখা হয়েছে। এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। ঢাকায় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেন চলাচল এখন স্বাভাবিক আছে।