মিরর ডেস্ক : নির্মাণাধীন একটি ভবনের ছাদের এক কোনায় বসে আছে লাল গেঞ্জি পরা এক শিশু। মুখে ও জামায় রক্তের দাগ। হাতে ধরে থাকা একটা কাপড়ও রক্তে লাল হয়ে আছে। আরেকজন এসে শিশুটির মুখ তুলে ধরতেই দেখা গেল গলাজুড়ে ছুরির ক্ষত। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চট্টগ্রামের ফ’য়স লেক এলাকার ৩ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে এমন দৃশ্যই দেখা গেছে।
ভিডিওটিতে দেখা যায়, ক্লান্ত ভঙ্গিতে বসে থাকা শিশুটির মুখে ছোপ ছোপ রক্তের দাগ। এ সময় নানা প্রশ্নের উত্তরও দিচ্ছিল সে। কারা তাকে সেখানে নিয়ে গেছে, কারা হত্যার চেষ্টা করেছে— এক এক করে সবই বলে সে। একপর্যায়ে ছেলেটি নুয়ে পড়ে মাটিতে। এ সময় সেখানে উপস্থিত একজন তাকে কোলে নিয়ে ছুটেন হাসপাতালের দিকে।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাটি গত মঙ্গলবারের। ১১ বছর বয়সি ওই শিশুটির নাম শফিকুল। সেদিন ওই নির্মাণাধীন ভবনে নিয়ে তাকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে তারই সমবয়সি দুই শিশু। সম্পর্কে তারা শফিকুলের সৎ ভাতিজা। পুলিশ তাদের দুজনকেই গ্রেপ্তার করেছে।
শিশু শফিকুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে জানিয়ে চিকিৎসকের বরাতে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, ‘শফিকুল বর্তমানে আশঙ্কামুক্ত।’
তাকে হত্যাচেষ্টার কারণ তুলে ধরে উপকমিশনার বলেন, ‘ভুক্তভোগী শিশুটি বাক্স নিয়ে হেঁটে হেঁটে পান-সিগারেট বিক্রি করে। তার পান-সিগারেটের বাক্স কেড়ে নেওয়ার চেষ্টা করে ওই দুই শিশু। তারা সম্পর্কে ভিকটিমের সৎ ভাতিজা। শফিকুল বাধা দিলে ওই দুই শিশু মিলে বঁটি দিয়ে গলা কেটে তাকে হত্যার চেষ্টা করে। তারা পান-সিগারেটের বাক্সটি নিয়েও যায়।’
ওই দুই শিশুকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের আদালতে হাজির করা হয়েছে।’