স্টাফ রিপোর্টার : দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে আরও চার দালালকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে গ্রেফতারদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (২২ মে) এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হলেন- দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের বিশ্বনাথপুরের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে শিবলু হোসেন (২৫), শহরের খেড়পট্টি এলাকার লতিফের ছেলে নূরনবী (২৫), হাউজিং মোড় এলাকার বাসিন্দা মৃত মুসলিমের ছেলে সোহান (২৩) ও ৮নং উপশহর এলাকার আব্দুল লতিফের ছেলে বারেক (২৫)।
থানা সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে দালাল নির্মূল করতে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে বুধবার রাতে হাসপাতাল থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ মে তারিখ থেকে বুধবার পর্যন্ত মোট ২৯ দালালকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন বলেন, দালাল নির্মূলের চলমান অভিযানে এ পর্যন্ত ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।