২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

দিনাজপুর বোর্ডে বেড়েছে জিপিএ-৫

স্টাফ রিপোর্টার : দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসির পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১ লাখ ৯৮ হাজার ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৭৮ দশমিক ৪৩।

দিনাজপুর শিক্ষাবোর্ডে গত বছরের চেয়ে জিপিএ-৫ এর সংখ্যা বাড়ার সাথে এবার পাশের হারও বেড়েছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন।

এবার শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে ১৭৭৫৪ জন, মানবিক বিভাগে ৩১০ জন এবং বানিজ্যিক বিভাগে ৪১ জন জিপিএ-৫ পেয়েছে।
এবারে পরীক্ষার ফলাফলে জেলা পর্যায়ে জিপিএ-৫ ও পাসের সংখ্যায় দিনাজপুর এবং ৮২ দশমিক ৩৫ পেয়ে পাসের হারে গাইবান্দা শীর্ষে।

দিনাজপুর শিক্ষাবোর্ডে ৮ জেলার মধ্যে জিপিএ-৫ বেশি দিনাজপুর জেলায় এবং জেলায় পাসের হার ৭৭ দশমিক ৮৬। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৫০৯ জন।
গাইবান্ধা জেলার পাসের হার ৮২ দশমিক ৩৫। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২৫৮২ জন।
নীলফামারী জেলার পাসের হার ৭৯ দশমিক ৪০। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২২১৫ জন। কুড়িগ্রাম জেলার পাসের হার ৭৩ দশমিক ২৮। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৩৯১ জন।
লালমনিরহাট জেলার পাসের হার ৭৬ দশমিক ৭৩। এজেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৯৩ জন। দিনাজপুর জেলার পাসের হার ৭৭ দশমিক ৮৬। জিপিএ-৫ পেয়েছে ৪৫০৯ জন।
ঠাকুরগাঁও জেলার পাসের হার ৭৭ দশমিক ৬১। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৯৪২ জন।পঞ্চগড় জেলার পাসের হার ৭৮ দশমিক ৯২। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৯১০ জন।

১২ মে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী ফলাফল ঘোষণা করেন। শিক্ষাবোর্ডের অধীন ২৭৩০টি স্কুলের মধ্যে শতভাগ পাশকৃত স্কুলের সংখ্যা ৭৭টি। একজনও পাশ করেনি এমন স্কুলের সংখ্যা ৪টি।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ২২, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 56 %
Pressure 1011 mb
Wind 2 mph
Wind Gust Wind Gust: 2 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:52
Sunset Sunset: 17:41

⠀আরও দেখুন

Scroll to Top