২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

দিনাজপুর চেম্বারে ভারতীয় সহকারী হাই কমিশনারের মত বিনিময়

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার দিনাজপুর চেম্বারের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছেন।  রবিবার (৭ এপ্রিল) বিকালে শহরের মালদহ্পট্টি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে চেম্বার ভবনের হলরুমে শ্রী মনোজ কুমার’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের নেতৃত্বে চেম্বারের পরিচালকবৃন্দ।

পরে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। বিরল স্থলবন্দরসহ চেম্বারের বিভিন্ন বিষয় নিয়ে প্রধান অতিথির সাথে চেম্বারের নেতৃবৃন্দ মত বিনিময় করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সহ-সভাপতি মোঃ জর্জিস আনাম, পরিচালক মোঃ মোসাদ্দেক হোসেন, মোঃ আব্দুল্লাহ আল কাফি লিটন, মোঃ আখতারুজ্জামান জুয়েল, মানবেন্দ্র দাস মনোজ, মোঃ শামীম কবির, মোঃ সানোয়ার হোসেন, মোঃ রুবেল ইসলাম, মোঃ মোস্তফা কামাল মিলন, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, প্রতাপ কুমার সাহা পানু, বাদশা ইমাম আরাফাত, মোঃ রাহবার কবীর পিয়াল, শাহ রেজাউর রহমান হিরু প্রমুখ। মত বিনিময় শেষে ভারতীয় হাই কমিশনারের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও উক্ত মত বিনিময় সভায় চেম্বারের পক্ষ থেকে সভাপতি শামীম চৌধুরী প্রধান অতিথিকে উপহার তুলে দেন এবং ব্যক্তিগত পক্ষ থেকে চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন ভারতীয় সহকারী হাই কমিশনারকে উপহার তুলে দেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 22°C
overcast clouds
Humidity 68 %
Pressure 1015 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 11 mph
Clouds Clouds: 91%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top