বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে বন্ধুর বাড়ির শোবার ঘর থেকে এক কলেজছাত্রের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ মে) সকালে বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের লাইসুর রহমানের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর থেকেই লাইসুর ইসলাম ও তার ছেলে মিরাজ পলাতক রয়েছেন।
নিহত শাকিব হাসান (১৮) একই উপজেলার নাফানগর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে। সে নাফানগর টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৩টার দিকে লাইসুর রহমানের বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে ওই বাড়ির শোবার ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে। মরদেহটির হাত-পা লোহার তার দিয়ে বাঁধা ছিল এবং একটি রক্তাক্ত শার্ট গলায় প্যাঁচানো ছিল। সুরতহাল প্রতিবেদন শেষে সকালে মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ মে) বিকালে বাবার সঙ্গে ভুট্টাক্ষেতে কাজ করছিল শাকিব। এ সময় সে তার বাবাকে ক্রিকেট খেলার কথা বলে বাড়িতে যায়। বাড়ি থেকে ক্রিকেট বল নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি।
বোচাগঞ্জ থানার (ওসি) রাসেল ইসলাম বলেন, ‘শাকিব ও মিরাজ দুজন বন্ধু। ঘটনার পর থেকেই মিরাজ ও তার বাবা লাইসুর রহমান পলাতক রয়েছেন। সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’