বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-বোচগঞ্জ আঞ্চলিক সড়কের বিরল উপজেলার ব্রাক অফিসের সামনে আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তারিকুল ইসলাম তারেক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত তারেক পাবনা জেলার সুধানগর থানার মানিকবীর গ্রামের লাল মিয়ার ছেলে। সে বিরল পৌর শহরের হুসনা গ্রামের সামছুল মিয়ার জামাই বলে জানা যায়।
সোমবার সকাল ৬টার দিকে বিরল উপজেলার ধামইর ইউনিয়নের নিজামপুর গ্রামে ব্রাক অফিসের সামনে দিনাজপুর-বোচগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ জানান, দিনাজপুরগামী আম ভর্তি একটি ট্রাক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আম গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের কেবিন দুমরে মুচরে যায়। ঘটনাস্থলেই ট্রাকে থাকা তারিকুল ইসলাম তারেক নিহত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। ট্রাক চালক পলাতক রয়েছে।
এ ব্যাপারে বিরল থানায় একটি অপ-মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।