স্টাফ রিপোর্টার : দিনাজপুরের কাহারোলে সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় বিক্ষুপ্ত জনতা ড্রাম ট্রাকে আগুন লাগিয়ে দেয়। এসময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ২ঘন্টা পর পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত মোটরসাইকেল আরোহী হামজা (১৯) কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর গ্রামের মোঃ সুমন আলীর ছেলে।
শনিবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোলের সুন্দরপুর ইউনিয়নের ১৩ মাইল গড়েয়া হাট গড়মল্লিকপুর মাদ্রাসার পাশের দশমাইল এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ওই মহাসড়কের দশমাইল থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাকটি পেছন দিক থেকে মোটরসাইকেলকে ধাঁক্কা দিলে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মোঃ হামজা ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকার বিক্ষুপ্ত জনতা ড্রাম ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। এসময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেলে উভয় পাশের শত শত যানবাহন আটকা পড়ে। ফলে আটকাপড়া যাত্রীরা ভোগান্তির শিকার হয়। পরে কাহারোল ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিভাতে সক্ষম হয়। এসময় দশমাইল হাইওয়ের থানা পুলিশ ও কাহারোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দশমাইল হাইওয়ের থানার ওসি মোঃ ওমর ফারুক সড়ক দূর্ঘটনা ও ড্রাম ট্রাক পুড়িয়ে দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন।