স্টাফ রিপোর্টার : দিনাজপুরে হাড় কাঁপানো শীতে শীতার্তদের পাশে দাঁড়ালো ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্র। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী ) আইইবি দিনাজপুর কেন্দ্রের উদ্যোগে উপশহর-৯ কার্যালয় প্রাঙ্গনে এলাকায় ৪শ’ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্রে চেয়ারম্যান ও সদর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম খান, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ আব্দুল্লাহ আল মামুন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ মোঃ আসাদুজ্জামান, গণপুর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান রহমান, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগীয় প্রধান প্রকৌশলী জাবেদ আলী, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, হাবিপ্রবি প্রকৌশলী সৈকত আলী, হাবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, সহকারী অধ্যাপক প্রকৌশলী মিজানুর রহমান, সহকারী অধ্যাপক প্রকৌশলী ফেরদৌস ওয়াহিদ।
এ ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার(সিডিসি) দিনাজপুর এরর কর্ম এলাকার ৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনের জন্য আইইবি দিনাজপুর কেন্দ্র কর্তৃক ৫০ পিচ কম্বল প্রদান করা হয়।
উল্লেখ্য, দিনাজপুরে হাড় কাঁপানো শীতে শীতার্তদের জন্য ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্রের শীতবস্ত্র বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।