খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় বাল্যবিবাহ ও যৌন হয়রানির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রার উদ্বোধন হয়েছে।
বুধবার সকালে উপজেলার পাকেরহাট জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে খানসামা ভূমিহীন সমিতির আয়োজনে এই পদযাত্রার সূচনা হয়।বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় এ কর্মসূচি চলবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে উপজেলার আরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সচেতনতার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছায়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহরিয়ার জামান শাহ নিপুন।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল হক, অধ্যাপক জীতেন্দ্রনাথ রায়, গোলাম আজিজ মিঠু, বিমল চন্দ্র রায়, মমিনুল ইসলাম, কল্যাণী রায় এবং সাংস্কৃতিক পদযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক লতিকা রানী রায়। পদযাত্রায় বাল্যবিবাহ ও যৌন হয়রানির ক্ষতিকর দিক তুলে ধরে গান, নৃত্য ও নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করেন নারী শিক্ষার্থীরা।