স্টাফ রিপোর্টার : “বৈষম্যকে চ্যালেঞ্জ করি, সমতার চেতনা প্রতিষ্ঠা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মহিলা পরিষদের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান বলেন, ১৯৭০ থেকে ২০২৩ বাংলাদেশ মহিলা পরিষদ ৫৪ বছরে পদার্পণ করলো। মহিলা পরিষদ একটি স্বেচ্ছাসেবী নারী আন্দোলনমুখী সংগঠন। মহিলা পরিষদের জন্ম হয়েছিল পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক-পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করার প্রস্তুতি পর্বের এক উত্তাল সময়ে। প্রতিষ্ঠালগ্নের সূচনাতেই তাই জেলবন্দীদের মুক্তির জন্য স্বাক্ষর সংগ্রহ, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দায়িত্ব পালন এবং ৭১ এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য কাজ। স্বাধীন দেশে’৭২ সালে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
দিনাজপুর মহিলা পরিষদের সহ-সভাপতি মাহাবুবা খাতুন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার বলেন, বৈশ্বিক আন্দোলনের নারীর আন্দোলনের পথ সহজ বা মসৃন ছিল না। বিভিন্ন অবস্থায় এর আছে সফলতা আছে ব্যর্থতাও। আছে অব্যাহত চ্যালেঞ্জ। বাড়ি কর্মক্ষেত্রে, অফিস-আদালত, পথে কাঠামোগত উন্নয়ন কাজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারের বিভিন্ন পর্যায়ে নারীর অবস্থান আজ দৃশ্যমান। কিন্তু এত কিছুর পরও বিগত বছরগুলোতে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা ও সংখ্যাবৃদ্ধি যেমন ভাববার বিষয়, তেমনি এই ভয়াবহ আচরণ এবং পাশবিকতার ধরন দেখে আমরা উদ্বিগ্ন।
দিনাজপুর মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রবন্ধ পাঠ করেন সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক ও সাবেক জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রানী বাগচী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক মো. শফিকুল ইসলাম, কবি জলিল আহমেদ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের শিক্ষক অধ্যাপক ডা. কান্তা রায় রিমি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, লেখক ও গবেষক সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, লেখক ও গবেষক রবিউল আউয়াল খোকা ও চাষা হাবীব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মিনতি ঘোষ সম্মানিয় সদস্য সুমিত্রা বেসরা, লিগ্যাল এইড সম্পাদক গৌরি চক্রবর্তী, প্রশিক্ষণ গবেষনা ও পাঠাগার সম্পাদক রোকশানা বিলকিস, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, সদস্য রেহানা বেগম, শিবানী ওরাঁও, মিনতি এক্কা প্রমুখ।
জাতীয় সংগীতের মাধ্যমে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর উদ্বোধন হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধের অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা রাবন কিস্কু, নারী আন্দোলনে অবদানের জন্য মনোয়ারা সানু এবং নারী জাগরনে অবদানের জন্য নারী নেত্রী কানিজ রহমানকে সম্মাননা প্রদান করা হয়।