ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। শুক্রবার জুমার নামাজের পরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের উত্তর সুজাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওনা গ্রামের আমান উদ্দিন (৪৫) এবং পারোইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মেনহাজুল ইসলাম (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে দিনাজপুরে আমবাড়ীহাট থেকে ছেড়ে আসা গরুবোঝাই একটি নসিমন জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং পাঁচ জন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।