১২ সেপ্টেম্বর, ২০২৪
২৮ ভাদ্র, ১৪৩১
Mirror Times BD

দিনাজপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

স্টাফ রিপোর্টার : দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মমতাজ আলী নামে এক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা অপর পুলিশের এসআই আব্দুল জলিল গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৫টার দিকে দিনাজপুর ১০ মাইল মহাসড়কের নসিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশের এএসআই দিনাজপুর সদরের পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহত পুলিশের এসআই আব্দুল জলিল একই পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

স্থানিয়রা জানান, পুলিশের দুই সদস্য দিনাজপুর থেকে ১০ মাইলের দিকে যাওয়ার পথে পেছন দিক থেকেই একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে পুলিশের এএসআই মমতাজ আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর পুলিশ সদস্য আবদুল জলিলকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

⠀শেয়ার করুন

⠀চলমান

loader-image
Dinājpur, BD
সেপ্টে ১২, ২০২৪
temperature icon 28°C
overcast clouds
Humidity 81 %
Pressure 1003 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 100%
Visibility Visibility: 0 km
Sunrise Sunrise: 05:50
Sunset Sunset: 18:13

⠀আরও দেখুন

Scroll to Top