স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি বর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) বিকালে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সুজন, সদরের ৯ নম্বর আস্করপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান, চেহেলগাজী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জীবন হোসেন, যুবলীগ কর্মী আল মামুন প্রিন্স, কৃষক লীগের মমিনুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও খালিদী।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত জুলাই ও আগস্ট মাসে আসামিরা ছাত্র-জনতার ওপর অস্ত্রসহ হামলা করেন। এছাড়া ছাত্র-জনতার ওপর হামলা, মারধর, গুলি বর্ষণ করেন তারা। এতে করে বেশ কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ ও আহত হন। তাদের মধ্যে গুলিবিদ্ধ রবিউল ইসলাম রাহুল নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া হাকিমপুরে দুই শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে জেলার বিভিন্ন থানায়। এসব মামলায় অভিযান চালিয়ে এ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।