স্টাফ রিপোর্টার : দিনাজপুরে চালের ড্রামে অভিনব কায়দায় ফেনসিডিল লুকিয়ে রেখেও শেষ রক্ষা হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৫২ বোতল ফেনসিডিল জব্দ করেছে। এ সময় গ্রেফতার হয় মাদককারবারি মজিবর রহমান (৪৫)কে।
বুধবার দুপুরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্রি ইউনিয়নের দিঘলপাড়া এলাকায় ঐ মাদককারবারির বাড়িতে এ অভিযান চালানো হয় । আটক মাদককারবারি মজিবর রহমান একই এলাকার মৃত বেলালের ছেলে ।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃশহিদুল মান্নাফ কবীর জানান, আটক মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করাহয়েছে।