স্টাফ রিপোর্টার : দিনাজপুরে ঝড়ে ভেঙে পড়া গাছ কাটতে গিয়ে কাটা গাছ মাথায় পড়ে কাঠুরিয়া আলম (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের পৌরএলাকার ৮নং ওয়ার্ডের নিমনগর শেখপুরা এলাকার শেখ জাহাঙ্গীর (র:) মাজার ও কবরস্থানের ভিতরের গাছ কাটতে গিয়ে এই ঘটনা ঘটেছে। মৃত আলম দিনাজপুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের নিমনগর শেখপুরা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানান, মঙ্গলবার সকালে দিনাজপুর পৌরশহরের ৮নং ওয়ার্ডের নিমনগর শেখপুরা এলাকায় শেখ জাহাঙ্গীর (র:) মাজারের কবরস্থানের ভিতরে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছ কাটতে যায় আলম নামে ওই বৃদ্ধ। এসময় অসতর্কতাবশত কাটা গাছ মাথায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।