স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিরল উপজেলার বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু (আনারস) প্রতীকে ৫৫ হাজার ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ২শ’ ৬২ ভোট।
বোচাগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী (ঘোড়া) প্রতীকে ৪৬ হাজার ৩শ’ ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুলফিকার হোসেন (আনারস) প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৪শ’ ৮ ভোট।
কাহারোল উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক (দোয়াত-কলম) প্রতীকে ৩৩ হাজার ১শ’ ৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আরমান হোসেন (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ১২ ভোট।
বীরগঞ্জ উপজেলায় জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবু হুসেন বিপু (আনারস) প্রতীকে ৩১ হাজার ৪শ’ ৮ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮২৮ ভোট।