ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার সোনামুখী নামক স্থানে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বেগুন বাড়ি খলসী গ্রামের সাবেক ইউপি সদস্য বজলুর রশিদ (৫৫) একটি মোটরসাইকেল নিয়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সোনামুখী নামক স্থানে পৌঁছালে একটি গরুকে বাঁচাতে গিয়ে গোবিন্দগঞ্জগামী একটি চাল বোঝাই ট্রাকের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
এ সংবাদে ঘোড়াঘাট থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে। ঘটনার পর পরই পরিবারের লোকজন মরদেহ তাদের নিজ বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।