গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় জুস ভেবে কীটনাশক পান করে পাঁচ শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার (১ জানুয়ারি) বিকালে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিশুরা হলো- বাড়াইপাড়া গ্রামের গোলাম আযমের ছেলে আবু বক্কর (৪), হবিবর রহমানের ছেলে তামিম মিয়া (৩), হামিদুলের মেয়ে মরিয়ম আক্তার (৪), হাবিলের ছেলে নাজিম মিয়া (৪) ও জালালের মেয়ে জাফরিন আক্তার (৩)।
এলাকাবাসী ও শিশুদের পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়াইপাড়া গ্রামের হামিদুল ইসলাম পোকার আক্রমণ থেকে রক্ষায় তার ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ করেন। এরপর তরল কীটনাশকের বোতল নিজ ঘরের বেড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। বিকালে প্রতিবেশী ৫ শিশু খেলার সময় জুস ভেবে বোতলে আটকে থাকা অবশিষ্ট কীটনাশক নখ দিয়ে বের করে মুখে দেয়। এতে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেয়ে ৫ শিশুকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কীটনাশক পানের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ আনিসুর রহমান জানান, কীটনাশক পানে অসুস্থ ৫ শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত।