বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর স্টেশনের প্ল্যাটফর্মে ঢাকা থেকে পঞ্চগড়গামী চলন্ত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় গোলাম রব্বানী (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে বিরামপুর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে নিহতের ভাই বলেন, রব্বানী জয়পুরহাট কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়ালেখা করতেন। আজ বাড়িতে আসার সময় জয়পুরহাট স্টেশনে ভুলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। বিরামপুর স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন না দাঁড়ানোয় রব্বানী ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় প্লাটফর্মের নিচে পড়ে দেহ থেঁতলে যায়। পরে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত যুবক রব্বানীর হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।