১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

দিনাজপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষকের আত্মহত্যা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শহিদুল ইসলাম (৭০) নামে অবসরপ্রাপ্ত এক মাদরাসা শিক্ষক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ফুলবাড়ী রেলস্টেশন থেকে আধা কিলোমিটার উত্তরে পৌর এলাকার স্বজনপুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম দুপুর সাড়ে ১২টায় স্বজনপুকুর নামক স্থানে রেললাইনের পাশে থাকা একটি বাঁশের টংগের ওপর বসেছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির দিকে যাওয়ার সময় স্বজনপুকুরে পৌঁছালে শহিদুল ইসলাম রেললাইনে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। এ সময় স্থানীয়রা লাশটি উদ্ধার করে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন লাশটি বাড়ি নিয়ে যান।

পরিবারের লোকজন জানান, শহিদুল হক ধান কাটার জন্য লোক খুঁজতে বাড়ি থেকে বের হন। এরপর এ দুর্ঘটনার কথা জানতে পারেন তারা। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষক হিসেবে কয়েক বছর আগে অবসর নিয়েছেন।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি শাকিউল আযম বলেন, সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১১, ২০২৪
temperature icon 16°C
few clouds
Humidity 45 %
Pressure 1015 mb
Wind 2 mph
Wind Gust Wind Gust: 2 mph
Clouds Clouds: 12%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:15

⠀আরও দেখুন

Scroll to Top