পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে খড়ি শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আঞ্জুমান আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ইউনিয়নের খাজেরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার ইউনিয়নের খাজেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায়।
জানা গেছে, দুপুর ২টার দিকে নিজবাড়ির ছাদে খড়ি শুকাতে যান ঐ গৃহবধূ। এ সময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে স্পর্শ করেন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।