১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

কুড়িগ্রামে আড়াই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি

কুড়িগ্রাম প্রতিনিধি : চলমান বন্যা পরিস্থিতিতে কুড়িগ্রামের ২৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টিতে শ্রেণিপাঠদান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা এবং জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অফিসের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বন্যা পরিস্থিতিতে ১৪৬টি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হয়ে পড়েছে। সেগুলোর মধ্যে ৩৭টিতে পাঠদান বন্ধ রাখা হয়েছে। দুটি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, মাধ্যমিক পর্যায়ের ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ৭১টি এবং মাদ্রাসা ৩২টি। চিলমারী ও রাজিবপুরে তিনটি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়াও রৌমারী ও রাজিবপুর এলাকায় ৬টি কলেজ পানিবন্দি হওয়ায় সেগুলোতে শ্রেণিপাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে, দেশজুড়ে একযোগে শুরু হওয়া মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ষান্মাসিক পরীক্ষা বন্যাকবলিত বিদ্যালয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত মাধ্যমিক বিদ্যালয়েও পরীক্ষা স্থগিত থাকবে বলে শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে।

জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, ‘বন্যা এবং আশ্রয়কেন্দ্র খোলার কারণে শ্রেণি পাঠদান বন্ধ রাখা মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ষান্মাসিক পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। ওইসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি পরবর্তী সময়ে জানানো হবে।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ১৫, ২০২৫
temperature icon 19°C
overcast clouds
Humidity 43 %
Pressure 1018 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 90%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:53
Sunset Sunset: 17:35

⠀আরও দেখুন

Scroll to Top