রাজশাহী : রাজশাহীর বাঘায় কম দামে মাংস বিক্রি করায় মামুন হোসেন (৩০) নামে এক কসাই খুন হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাটে এই ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
আড়ানী হাটের কয়েকজন ব্যবসায়ী জানান, মামুন ও খোকন পরস্পর মামাত-ফুফাত ভাই। তারা দু’জন একসঙ্গে মাংসের ব্যবসা করতেন। কিছুদিন আগে তারা ব্যবসা আলাদা করেছেন। শনিবার তারা দু’জন পাশাপাশি মাংস বিক্রি করছিল। এর মধ্যে খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা কেজি হিসেবে মাংস বিক্রি শুরু করে। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে শতশত মানুষের মাঝে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে আহত করে খোকন। পরে হাসপাতালে নেওয়ার সময় মামুন মারা যায়।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। তবে অভিযুক্ত খোকন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।