রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় কৌশলে বাড়িতে ডেকে নিয়ে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রাম্য কবিরাজ আব্দুল খালেকের বিরুদ্ধে। মাত্র ১৫ হাজার টাকার লোভে ওই গৃহবধূর মা কবিরাজকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ উঠেছে।
শনিবার (১১ মে) রংপুরের গঙ্গাচড়া থানায় ধর্ষণের অভিযোগে আব্দুল খালেককে ১ নম্বর আসামি এবং ধর্ষণে সহযোগিতা করায় গৃহবধূর মাকে ২ নম্বর আসামি করে মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী। এর আগে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বড়াইবাড়ি গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্বামী জানান, গত বৃহস্পতিবার ১৫ হাজার টাকার লোভে মিঠাপুকুরে নিজের বাড়ি থেকে মেয়েকে গঙ্গাচড়ায় কবিরাজের বাড়ি নিয়ে যান তার শাশুড়ি। এবং সেখানে রাত্রিযাপন করেন তারা। রাতে থাকার সুযোগে তার স্ত্রীকে ধর্ষণ করেন কবিরাজ।
তবে গৃহবধূর মা অভিযোগ অস্বীকার করে বলেন, রাতে কবিরাজের বাড়িতে মেয়েসহ এক রুমে থাকলেও তিনি কিছুই বুঝতে পারেননি।
গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।