নওগাঁ প্রতিনিধি : টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছেন সাঈদ হাসান তরফদার শাকিল (৪০) নামের এক ইউপি চেয়ারম্যান। এমন ঘটনা ঘটেছে নওগাঁ-৩ আসনের নির্বাচনি এলাকা মহাদেবপুরের সদর ইউনিয়নের খোলাশপুকুর।
অভিযোগ উঠেছে, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ছলিম উদ্দিন তরফদার সেলিমের জন্য টাকা দিয়ে ভোট কেনা হচ্ছিল।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক শাকিল টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জনতার হাতে আটক হন। তিনি ওই প্রার্থীর ভাগনে এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিষয়টি শুনেছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।