পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে অদ্ভুত আকৃতির এক ছাগল ছানার জন্ম হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে আসতে শুরু করে উৎসুক জনতা।
জানা গেছে, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার ডাঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা ওয়াহেদ আলী। শনিবার সন্ধ্যায় তার বাড়ির একটি ছাগল দুটি বাচ্চা জন্ম দেয়। প্রথমটি ভালোভাবে হলেও দ্বিতীয় ছাগল ছানা জন্মের পর ঘটে বিরল ঘটনা। ওই ছাগল ছানার চার পাসহ শরীরের অন্যান্য গঠন ঠিক থাকলেও কপালে একটি মাত্র চোখ দেখা যায়। যা আগে কখনো দেখেনি স্থানীয়রা।
এদিকে, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে আসতে শুরু করে লোকজন।
ছাগলের মালিক ওয়াহেদ আলী জানান, তার ছাগল দুটি ছানা জন্ম দিলে একটি ব্যতিক্রমী গঠনের হয়। ফলে অনেকে দেখার জন্য আসতেছেন। এমন ছাগল ছানা আগে কখনো দেখেননি তিনি।
ফরিদুল হোসেন নামে এক দর্শনার্থী জানান, ফেসবুকে ছবি দেখার পর এসেছি। এমন ছাগল ছানা আগে কখনো দেখিনি। এটি সম্পূর্ণ ব্যতিক্রম।