২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

উৎসাহ-উদ্দীপনায় দিনাজপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার : বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিনাজপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো রবিবার সকাল ৬টায় বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় দিনাজপুর ইনষ্টিটিউট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় সমাবেশ ও দিবসের তাৎপর্য তুলে ধরে নেতৃবৃন্দের সংক্ষিপ্ত আলোচনা, সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা।

ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি এ্যাডঃ আব্দুল লতিফ ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা। এরপর অস্থায়ী মঞ্চে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রতিষ্ঠাকালীন ৪ নেতৃবৃন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠন সমূহ।

সকাল ১০টায় একই স্থানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমাবেশ ও দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, শাহ ইয়াজদান মার্শাল, সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা হেলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনামউল্লাহ জেমি, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সৈয়দ সালাহ উদ্দীন দিলীপ, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মুসতবা আকরাম হাসনাইন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 22°C
overcast clouds
Humidity 68 %
Pressure 1015 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 11 mph
Clouds Clouds: 91%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top