রংপুর প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ করেছেন রংপুরের সাধারণ ছাত্র-জনতা। বুধবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লালবাগের সামনে জড়ো হন। সেখান থেকে তারা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে মডার্ন মোড়ে যায়। বেলা ২টার দিকে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যায়।
এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চলের উপদেষ্টা নিয়োগসহ আঞ্চলিক বৈষম্য নিরসনের ৩ দফা দাবি জানানো হয়। এসব দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রংপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে করেন তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। পরিপ্রেক্ষিতে এদিন উত্তরাঞ্চল ব্লকেড কর্মসূচি হিসেবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এসময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পরে দুর্ভোগ সৃষ্টি হয়।