১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

আগাছা নিয়ে প্রশিক্ষণ দিতে বাংলাদেশে অস্ট্রেলিয়ার ৪ গবেষক

স্টাফ রিপোর্টার : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশি কৃষি ব্যবস্থায় কৃষক এবং পরামর্শ প্রদানকারীদের জন্য সমন্বিত আগাছা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ৪ জন গবেষক।  মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসর কনফারেন্স কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিংয়ের (আইআরটি) পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং পিএইচডি কোর্সে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. শরীফ মাহমুদ।

কর্মশালায় অস্ট্রেলিয়ায় সমন্বিত আগাছা ব্যবস্থাপনার সফলতা তুলে ধরেন প্রফেসর ডিয়ার্ড্রে লেমেরলে, নিরাপদ ভেষজনাশকের ব্যবহার নিয়ে আলোচনা করেন অস্ট্রেলিয়ার এনএসডিডাব্লিউ গবেষক ড. হানওয়েন উ। পরে বাংলাদেশে আগাছা সমস্যা ও আগাছা নিধনে ভেষজনাশক প্রতিরোধ ক্ষমতা এবং আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেন অস্ট্রেলিয়ার চার্লস স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ড. মো. আসাদুজ্জামান আসাদ।

উক্ত প্রশিক্ষণের বিষয়ে আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. শরীফ মাহমুদ বলেন, ‘আজকের এই ট্রেনিং কর্মশালাটি হাবিপ্রবির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দুই দেশের দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে রিসার্চ এবং একাডেমিক কোলাবরেশনের সুযোগ সৃষ্টি হবে বলে আমি আশা করছি।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৩, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 52 %
Pressure 1013 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:57

⠀আরও দেখুন

Scroll to Top