১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি

শেরপুর : পাইলট প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলার দুইটি ইউনিয়নে মোবাইল অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল। এতে ভোগান্তি ছাড়াই খুব সহজে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল নিতে পারছেন উপকারভোগীরা। মোবাইল অ্যাপের চাল বিতরণের ফলে সুবিধা বেড়েছে ডিলারদের। তাই সারা দেশে এ পদ্ধতি চালু হলে ভোগান্তি কমবে বলে জানান ডিলার ও খাদ্য বিভাগের কর্মকর্তা।

সেই সাথে প্রকৃত সুফল পেতে ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে ভোক্তাদেরও অ্যাপ ব্যবহারে সচেতন থাকার আহ্বান জানিয়েছে খাদ্যবিভাগ। ইউনিয়ন দুটি হলো গনপদ্দী ও বানেশ্বর্দী।

আগে মাস্টার রোলের মাধ্যমে দেওয়া হতো কর্মসূচির চাল। ফলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে অনেক সময় অনিয়ম হত। অনেকে ভুয়া কাগজপত্র ব্যবহার করে একজনের পরিবর্তে অন্যজন চাল নিয়ে নিতো। ফলে বঞ্চিত হতেন প্রকৃত সুবিধাভোগীরা। তবে সে জটিলতা নিরসনে এবার মোবাইল অ্যাপের মাধ্যমে বিতরণ করা হচ্ছে চাল। শেরপুরের নকলার দুটি ইউনিয়নে ডিলার থেকে মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে কার্ডধারীর আঙুলের ছাপ ও ওটিপি কোডের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে সুবিধাভোগীকে। এরপর তিনি পাচ্ছেন সহায়তার চাল। এতে ভোগান্তি ছাড়াই কম দামে সরকারের ভর্তুকি মূল্যে চাল নিতে পেরে খুশি সুবিধাভোগীরা।
উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত বলেন, সারা দেশে এই অ্যাপের মাধ্যমে চাল বিতরণ করা উচিত। এতে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অনেকটা এগিয়ে যাবে দেশ। মোবাইল অ্যাপের মাধ্যমে চাল বিতরণ করায় ঝামেলাবিহীন ও দ্রুত সময়ের মধ্যে তা বিতরণ করা যাচ্ছে। এটা ডিজিটাল বাংলাদেশের এক অনন্য উদাহরণ। এ ছাড়াও, সরকারি সুবিধা বিতরণে যে অনিয়মের অভিযোগ পাওয়া যায় তা আর থাকবে না।
শেরপুরের নকলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, অ্যাপের মাধ্যমে সহজেই ও কম সময়ে চাল পাচ্ছেন ভোক্তারা। এ পদ্ধতি পর্যায়ক্রমে সারা দেশেই চালু করা প্রয়োজন। শেরপুরে বছরের পাঁচ মাস দরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির চাল ১১২ জন ডিলারের মাধ্যমে বিতরণ করা হয়। এর মধ্যে নকলা উপজেলার দুটি ইউনিয়নে ৪ জন ডিলার মোবাইল অ্যাপ ব্যবহার করছেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৪, ২০২৫
temperature icon 17°C
clear sky
Humidity 34 %
Pressure 1014 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:58

⠀আরও দেখুন

Scroll to Top